শার্শায় নবাগত ইউএনও নারায়ন চন্দ্র পাল এর সঙ্গে সাংবাদিকদের মত বিনিময়
প্রকাশিত : ২৫ এপ্রিল ২০২২
মো. মাসুদ রানা,বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার নারায়ন চন্দ্র পাল।
সোমবার বেলা ১২টার সময় উপজেলা সভাকক্ষে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) রাসনা শারমিন মিথি, উপজেলা আইসিটি অফিসার আহসান হাবিবসহ স্থানীয় বিভিন্ন বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
উপজেলা নির্বাহী অফিসার নারায়ন চন্দ্র পাল বলেন, যে কোনো সমস্যা অন দ্যা স্পট সমাধানে আমি বিশ্বাসী। শার্শা উপজেলার সার্বিক উন্নয়ন অগ্রযাত্রায় সাংবাদিকদের ইতিবাচক সহযোগিতা কামনা করছি।
তিনি আরো বলেন, সাংবাদিকরা সমাজের আয়না। উন্নয়ন কর্মকাণ্ডে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। সরকারি নিয়ম-নীতির মধ্যে শার্শা-বেনাপোলে ভালো কিছু করতে চাই। এজন্য সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন।