সাপাহার হাসপাতাল নিঃসন্দেহে মডেল খাদ্যমন্ত্রী

প্রকাশিত : ২৪ এপ্রিল ২০২২

হাফিজুল হক, সাপাহার- নওগাঁ প্রতিনিধি: আধুনিক উন্নয়নের ছোঁয়া, উন্নত চিকিৎসা ব্যবস্থা ওষুধপত্র যন্ত্রপাতি উন্নত মানের ডাক্তার ও ফুলে ফুলে সজ্জিত সাপাহার হাসপাতাল নিঃসন্দেহে একটি মডেল হাসপাতাল নওগাঁর সাপাহার হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় বললেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি, মন্ত্রী আরো বলেন শুধু নওগাঁ জেলায় না সারা বাংলাদেশে জায়গা করে নিয়েছে রোল মডেল হিসেবে সাপাহারের স্বাস্থ্য বিভাগ।

শনিবার বিকেলে স্বাস্থ্য বিভাগ হাসপাতাল কর্তৃক আয়োজিত উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডঃ মুহা, রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন দিক নির্দেশনা ও উন্নয়নের দিক আলোকপাত এবং অসমাপ্ত কাজগুলো সমাপ্তের লক্ষ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের মাননীয় খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এম,পি। উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা ডা,মুহা,রুহুল আমিনের স্বাস্থ্য বিভাগ নিয়ে তাঁর পজিটিভ এটিট্যুড উপভোগ করার পর সমস্যাগুলোর সমাধানের আলোচনা এবং পরবর্তী উন্নয়নমুখী আলোচনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন মন্ডল, উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন, ভাইস চেয়ারম্যান আবদুর রশিদ,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ওমর আলী মোল্লা, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শামসুল আলম শাহ্ চৌধুরী, সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজেদুল আলম,আবাসিক মেডিকেল অফিসার মোরশেদ মঞ্জুর কবির লিটন, প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম মানিক, সহ সভাপতি হাফিজুল হক সহ স্বাস্থ্য বিভাগের সকল কর্মকর্তা কর্মচারীগণ।

 

আপনার মতামত লিখুন :