বেনাপোল পোর্ট থানার আয়োজনে ইফতার মাহফিল
প্রকাশিত : ২৩ এপ্রিল ২০২২
বেনাপোল প্রতিনিধি: বেনাপোল পোর্ট থানা পুলিশের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে থানা প্রাঙ্গনে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোর- ১ শার্শা আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বেনাপোল কাস্টমস কমিশনার আজিজুর রহমান, স্থল বন্দর পরিচালক মনিরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির, নাভারণ সার্কেল এএসপি জুয়েল ইমরান, উপজেলা নির্বাহী অফিসার নারায়ন চন্দ্র পাল, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইউসুফ আলী, সহকারী কমিশনার (ভূমি) রাসনা শারমিন মিথি, এনটিভির প্রতিনিধি মহসিন মিলন, বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি বকুল মাহবুব, সময় টিভির প্রতিনিধি আজিজুল হক, আনন্দ টিভির প্রতিনিধি আয়ুব হোসেন পক্ষী, গ্লোবাল টেলিভিশনের প্রতিনিধি রাসেল ইসলাম, চ্যানেল এস টিভির প্রতিনিধি জসিম উদ্দিন সহ বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তিবর্গ।
এ সময় বেনাপোল পোর্ট থানার অফিসার কামাল হোসেন ভূঁইয়া বলেন, এই ইফতার মাহফিলের মাধ্যমে সকলের জন্য সুখ ও সমৃদ্ধি কামনা করছি। আইন শৃঙ্খলা রক্ষায় বেনাপোল পোর্ট থানা বাসির সহযোগীতা কামনা করছি।