সাপাহারে পহেলা বৈশাখ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা

প্রকাশিত : ১৪ এপ্রিল ২০২২
smart

হাফিজুল হক সাপাহার নওগাঁ প্রতিনিধি: নওগাঁর সাপাহারে বাংলা নববর্ষ ১৪২৯ উদযাপনের অংশ হিসেবে নতুন বছরকে বরণ করে নেওয়া উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে ।

পহেলা বৈশাখ বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার সময় উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত মঙ্গল শোভাযাত্রায় উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন এর সভাপতি ও নেতৃত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাপাহার উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন মন্ডল, অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব ওমর আলী মোল্লা, প্রেস ক্লাব সভাপতি সাংবাদিক জাহাঙ্গীর আলম মানিক, সহ সভাপতি সাংবাদিক হাফিজুল হক সহ উপজেলা দপ্তরের সকল কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষক-শিক্ষিকা ছাত্র-ছাত্রীবৃন্দ ও সাংবাদিক।শেষে ছাত্র-ছাত্রীদের মাঝে ক্যুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

আপনার মতামত লিখুন :