বেনাপোলে পুলিশের রাতভর ঝটিকা অভিযানে পলাতক ৯ আসামী গ্রেফতার
প্রকাশিত : ১৪ এপ্রিল ২০২২
বেনাপোল প্রতিনিধি: বেনাপোলে পুলিশের ঝটিকা অভিযানে ৯জন গ্রেপ্তারি পরোয়ানা আসামীকে আটক করা হয়।
বৃহস্পতিবার দুপুরে আটক ৯ আসামীকে যশোর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
আটককৃত আসামীরা হলেন, বেনাপোল বালুন্ডা গ্রামের মৃত মোতালেব মোড়লের ছেলে ছামাদ, পুটখালী ইউনিয়নের শিবনাথপুর বারোপোতা গ্রামের ওমর আলীর ছেলে কুরবান, দক্ষিণ বারোপোতা গ্রামের আনসার আলীর ছেলে কবির হোসেন, ভবারবেড় গ্রামের আবু কালামের ছেলে বাবু, বেনাপোল দিঘীরপাড় গ্রামের মৃত আতিয়ার রহমানের ছেলে বাবুল মোড়ল, ভবারবেড় পশ্চিমপাড়া গ্রামের সেকেন্দার আলী হাজির ছেলে জাহাঙ্গীর আলম, একই গ্রামের রফি মোড়লের ছেলে আব্দুস সোবাহান ও বারোপোতা গ্রামের রবিউল ইসলামের ছেলে শাহজামাল।
এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া জানান, যশোরের জেলা পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদারের নির্দেশে বেনাপোল পোর্ট থানাধীন বিভিন্ন এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে পলাতক ৯ জন গ্রেপ্তারি পরোয়ানা আসামিকে আটক করা হয়। আটক আসামীদের যশোর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। তিনি আরো বলেন, অপরাধীদের সকল পরিকল্পনা নস্যাৎ করতে বেনাপোল পোর্ট থানা পুলিশ সব সময় প্রস্তুত রয়েছে।