কলাপাড়ায় চালু হয়েছে সার্ভিস ডেস্ক
প্রকাশিত : ১০ এপ্রিল ২০২২
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় চালু হয়েছে নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধি সার্ভিস ডেস্ক। রবিবার দুপুর ১২ টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সাড়াদেশে একযোগে এর কার্যক্রম উদ্বোধন করেছেন।
এসময় কলাপাড়া থানা প্রান্তে উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম রাকিবুল আহসান, পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, কলাপাড়া সার্কেলের অতিরিক্তি পুলিশ সুপার আবুল কালাম আজাদ, কলাপাড়া ওসি মো জসিমসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পুলিশ সদস্যসহ স্থানীয় গনমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। এ সার্ভিস ডেস্ক থেকে নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধি সেবা পাবেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।
এছাড়া প্রধানমন্ত্রী ভার্চুয়ালি ভিডিও কনফারেন্সের মাধ্যমে একই সময় মুজিববর্ষে উপলক্ষে পুলিশের দেয়া গৃহহীনদের নির্মানকৃত ঘর হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করবেন।