শার্শায় ২কেজি ভারতীয় গাঁজাসহ যুবক আটক
প্রকাশিত : ৯ এপ্রিল ২০২২
মো. মাসুদ রানা,বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শায় ২কেজি ভারতীয় গাঁজাসহ মো. রমজান আলী (২০) নামে এক মাদক বিক্রেতা কে আটক করেছে র্যাব। আটক মাদক বিক্রেতা রমজান আলী বেনাপোল কাগজপুকুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।
শনিবার বিকালে এক প্রেসব্রিফিংয়ের মাধ্যমে উদ্ধার গাঁজাসহ যুবক আটকের বিষয়টি নিশ্চিত করেন র্যাব।
এ বিষয়ে যশোর র্যাব- ৬ ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. এম নাজিউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানাধীন রাশেদুজ্জামান এর চা দোকানের সামনে অভিযান চালিয়ে ২কেজি গাঁজাসহ একজনকে আটক করা হয়। আটক আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।