জামালপুরে র‌্যাবের অভিযানে দুই ইয়াবা কারবারিকে আটক

প্রকাশিত : ৯ এপ্রিল ২০২২

জামালপুরে র‌্যাবের অভিযানে দুই ইয়াবা কারবারিকে আটক করেছে। আটককৃতরা হলো রৌমারী জেলার গোলাবাড়ি আকন্দপাড়ার হাসান আলীর ছেলে কিমত আলী (৩৮) এবং চরফুলবাড়িয়া গ্রামের ছফিউলের ছেলে রাজু (২৫)।

র‌্যাব-১৪, সিপিসি-১, স্কোয়াড্রন লিডার কোম্পানী কমান্ডার আশিক উজ্জামান প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে প্রকাশ, গতকাল বিকেল সাড়ে ৫টার দিকে কর্তৃমারী বাজারে অভিযান চালিয়ে কিসমত আলীকে ৫৫ পিস ইয়াবাসহ আটক করা হয়।

অপরদিকে এক ঘন্টার ব্যবধানে গোলাবাড়ি বাজারে পৃথক অভিযান চালিয়ে ১৫০ পিস ইয়াবাসহ সর্বমোট ২৫৫ পিস ইয়াবাস জব্দ করা হয়। জব্দকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য ৬১ হাজার টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে রৌমারী থানায় হস্তান্তর করা হয়েছে।

 

 

আপনার মতামত লিখুন :