গলাচিপায় উপজেলা ছাত্রলীগের সাবান-মাস্ক ও স্যানিটাইজার বিতরণ

প্রকাশিত : ২৩ মার্চ ২০২০

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপায় করোনা ভাইরাস প্রতিরোধে , সাবান-মাস্ক ও স্যানিটাইজার বিতরন করেছে উপজেলা ছাত্রলীগ। সোমবার দিনভর দিনমজুর, রিক্সা চলক এবং হত দরিদ্র মানুষের মাঝে গলাচিপা থানার সম্মুখে ওয়াপদার উপরে এসব পন্য সামগ্রী বিতরন করে। মাস্ক, সাবান, স্যানিটাইজার বিতরন করার পাশাপাশি তারা করোনা ভাইরাস সম্পর্কেও সচেতনতামূলক প্রচারনা চালায়।

এসময় উপজেলা ছাত্রলীগের সভাপতি শারিফ আহম্মেদ আসিফ, সাধারন সম্পাদক জাহিদ হোসাইনসহ উপজেলা ছাত্রলীগ, পৌর ছাত্রলীগ ও কলেজ শাখার ছাত্রলীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

উপজেলা ছাত্রলীগের সভাপতি শরিফ আহম্মেদ আসিফ জানান, মানুষকে সচেতন করার পাশাপাশি প্রাথমিকভাবে আমরা এক হাজার মাস্ক, পাঁচশত সাবান ও দুইশত স্যানিটাইজার বিতরন করেছি। সাধারন সম্পাদক জাহিদ হোসাইন বলেন, পরবর্তীতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা করি।

 

আপনার মতামত লিখুন :