শার্শায় ৩টি তাজা বোমা উদ্ধার, গ্রেফতার ২
প্রকাশিত : ৫ এপ্রিল ২০২২
মো. মাসুদ রানা,বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শায় সাবেক চেয়ারম্যানের ঘরে অভিযান চালিয়ে ৩টি বোমাসহ দুই জনকে গ্রেফতার করেছে র্যাব।
মঙ্গলবার ভোরে শার্শা উপজেলান উলাশী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আয়নাল হকের মাছের ঘেরের একটি রুম থেকে এসব বোমাসহ তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, কন্যাদহ গ্রামের মৃত ইকরাদ আলী মোল্লার ছেলে ওমেদ আলী মোল্লা (৪০) ও আমের আলী মোড়লের ছেলে বিল্লাল মোড়ল (৩৮)।
যশোর র্যাব-৬ এর কোম্পানি লেঃ কমান্ডার এম নাজিউর রহমান বলেন, মধ্য রাতে গোপন সংবাদের ভিত্তিতে সাবেক চেয়ারম্যান আয়নাল হকের ঘেরে অভিযান চালিয়ে তিনটি তাজা ককটেল বোমা ও নগদ তিন হাজার টাকা ও দুটি মোবাইল ফোনসহ দুজনকে গ্রেফতার করা হয়। পরে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে শাশা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।