পাকুন্দিয়ায় হতদরিদ্রের মাঝে ইফতার সামগ্রী বিতরণ
প্রকাশিত : ৩ এপ্রিল ২০২২
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় হুসাইনীয়া দরিদ্র কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে হতদরিদ্র ও কর্মহীন অসহায় দুস্থদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার সকাল ১১টায় অত্র সংগঠনের অফিস প্রাঙ্গণে ইফতার সামগ্রী প্যাকেট করার পর বাড়ি বাড়ি গিয়ে ইফতার পৌঁছে দেয় হুসাইনীয়া দরিদ্র কল্যাণ ফাউন্ডেশনের সদস্যবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন হুসাইনীয়া দরিদ্র কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি মনির হোসেন (কেরামত), সহ সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোকারিম হোসেন, সাংগঠনিক সম্পাদক জোবায়ের আহম্মেদ পলাশ, কোষাধ্যক্ষ পারভেজ মোশারফ, সহ কোষাধ্যক্ষ হাফিজুর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।