করোনা প্রতিরোধকল্পে দশমিনায় দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা

প্রকাশিত : ২৩ মার্চ ২০২০

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি।। বিশ্বব্যাপি মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস প্রতিরোধকল্পে পটুয়াখালীর দশমিনা উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে ঘূর্নিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি), আনসার ভিডিপি ও মসজিদের ইমামদেরকে নিয়ে প্রস্তুতি ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় উপজেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা টিমলিডার আঃ হাই’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোসা. তানিয়া ফেরদৌস।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পিআইও রবিউল ইসলাম,মহিলা বিষায়ক কর্মকর্তা জেসমিন আক্তার, উপজেলা প্রশিক্ষক সিপিপি পিএম রায়হান বাদল, আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ হাচান, উপজেলা ইমাম সমিতির সভাপতি আলহাজ¦ মাও. মোসলেম উদ্দিনসহ ইউনিয়ন ঘূর্নিঝড় প্রস্তুতি কর্মসূচি সিপিপি সদস্যগন ও সাংবাদিকরাবৃন্দ। প্রধান অতিথি বক্তব্যে বলেন, ভাইরাস প্রতিরোধের লক্ষ্যে জসসচেতনতা সৃষ্টি ও কোয়ারেন্টাইনসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করেছি।

আপনার মতামত লিখুন :