করোনা সংক্রমণ ঝুঁকিতে থাকা: শিবচরের অবরুদ্ধ এলাকায় খাবার পৌছে দিচ্ছে প্রশাসন
প্রকাশিত : ২৩ মার্চ ২০২০
মাদারীপুর প্রতিনিধি: আজ সোমবার দুপুরে মাদারীপুরের শিবচরের অবরুদ্ধ এলাকায় হোম কোয়ারেন্টাইনে থাকা পরিবার ও নি¤œ আয়ের মানুষের বাড়িতে জরুরী প্রয়োজনীয় খাদ্য সামগ্রী ও জীবন রক্ষাকারী ঔষুধ পৌছে দিয়েছে শিবচর উপজেলা প্রশাসন। জানা যায়, সম্প্রতি করোনা ভাইরাসের ঝুঁকিতে শিবচরের ৪টি এলাকা চতুর্থ দিনের মতো অবরুদ্ধ রয়েছে। অবরুদ্ধ এলাকাগুলো হলো শিবচর পৌরসভার ২টি ওয়ার্ড, পাঁচ্চর ইউনিয়নের ২টি গ্রাম ও দক্ষিন বহেরাতলা ইউনিয়নের ২টি গ্রামে। এসকল গ্রামের হোমকোয়ারেন্টাইনে থাকা পরিবার ও নি¤œ আয়ের মানুষের বাড়িতে প্রত্যেক পরিবারকে চাল, ডাল, তেল, পেয়াজ, লবণ, সাবান ও ঔষুধসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বিতরণ করেছে শিবচর উপজেলা প্রশাসন। প্রথম পর্যায়ে ১৫ মে.টন চাল বরাদ্দ করা হয়েছে বলে জানা গেছে।
এছাড়া মাদারীপুর জেলা পুলিশের পক্ষ থেকে হোম কোয়ারেন্টাইনে থাকা বাড়ির দেয়ালে স্টিকার ও লাল পতাকা টাঙ্গিয়ে দেওয়া হয়। এসময় শিবচর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শামসুদ্দিন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আঃ লতিফ মুন্সী, সাধারণ সম্পাদক ডা. মো: সেলিম, পৌর মেয়র আওলাদ হোসেন খান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শশাংক চন্দ্র ঘোষ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, শিবচর প্রেসক্লাবের সভাপতি একেএম নাসিরুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১৯ মার্চ বৃহস্পতিবার মাদারীপুর জেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও পুলিশ বিভাগের সমন্বয় শিবচর পৌরসভার ২টি ওয়ার্ড, পাঁচ্চর ইউনিয়নের ২টি গ্রাম ও দক্ষিন বহেরাতলা ইউনিয়নের ২টি গ্রামে কনটেইনমেন্ট ঘোষনা করে এলাকার মানুষদের চলাচল সীমিত করা হয়। এসব এলাকায় ১৬টি পয়েন্টে পুলিশ টহল দিচ্ছে যেন কেউ এসব এলাকায় ঢুকতে না পারে। কিছু প্রয়োজন হলে পুলিশের সহযোগিতায় তা সংগ্রহ করছে। এছাড়া কালকিনি উপজেলা থেকে বরিশালগামী কোন পরিবহন চলাচল করতে দেয়া হচ্ছে না। এতে দক্ষিণাঞ্চলের অন্য জেলার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। আজ মাদারীপুর জেলায় হোম কোয়ারেন্টাইনে আছে ২৯৮ জন, আইসোলেশনে ৩ আছে জন ও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছে ৩ জন।
শিবচর পৌর মেয়র আওলাদ হোসেন খান জানান, অবরুদ্ধ মানুষের মাঝে খাবারের ব্যবস্থা করায় তারা অনেক উপকৃত হয়েছেন। যেহেতু তারা ঘর থেকে বের হচ্ছেনা তাই তাদের জন্য খাবার ব্যবস্থা প্রয়োজন ছিল অবশ্যই। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান জানান, চীফ হুইপের নির্দেশে অবরুদ্ধকৃত সকল এলাকায় খাদ্য সামগ্রী ঘরে ঘরে পৌছে দিয়েছি। বিদেশ ফেরত প্রবাসীরা যেহেতু হোম কোয়ারেন্টেইনে তাদের এবং সমাজের নিরাপত্তার জন্য পুলিশিং পাহাড়ার ব্যবস্থা করেছি। সে কারণে তারা কেনাকাটা করতে বাহিরে যেতে পারছে না। এই উপলব্দি থেকেই আমরা হোম কোয়ারেন্টেইনে থাকা মানুষের কাছ থেকে নিরাপদ দূরুত্বে থেকে আমরা খাবার পৌছে দিচ্ছি।