কলাপাড়ায় বীর মুক্তিযোদ্ধাদের সংবার্ধনা

প্রকাশিত : ২৬ মার্চ ২০২২

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে পটুয়াখালীর কলাপাড়ায় বীর মুক্তিযোদ্ধাদের সংবার্ধনা দেয়া হয়েছে। শনিবার সকালে সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজের হল রুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সংবার্ধনা দেয়া হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মহিববুর রহমান মহিব এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ¦ মাহবুবুর রহমান তালুকদার, উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম রাকিবুল আহসান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মোতালেব তালুকদার, পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার।

এছাড়া এ অনুষ্ঠানে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা পারভিন সিমা, কলাপাড়া থানার অফিসার ইনচার্জ মো.জসিমসহ সরকারি বেসরকারি কর্মকর্তা মুক্তিযোদ্ধা ও উপজেলা আওয়ামী লীগের সহযোগী সংঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

আপনার মতামত লিখুন :