শরীয়তপুরে বিপুল পরিমাণ ভেজাল মবিলসহ আটক ২

প্রকাশিত : ২৩ মার্চ ২০২০

মোঃ ওমর ফারুক, শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুরে অবৈধ মবিল কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভেজাল মবিল উদ্ধার করেছে পুলিশ। এ সময় ভেজাল মবিল তৈরিচক্রের দুই সদস্যকেও আটক করা হয়। রোববার (২২মার্চ) বেলা ১১টায় জেলা শহরের বাসস্ট্যান্ডের পাশে মেসার্স সরদার ইঞ্জিল অয়েল সাপ্লাই নামে অবৈধভাবে গড়ে ওঠা কারখানায় এ অভিযান চালানো হয়। অবৈধভাবে ভেজাল মবিল তৈরি করার অপরাধে ওই কারখানা ও দোকান সিলগালা করা হয়।

আটককৃতরা হলেন- জেলার জাজিরা উপজেলার কুন্ডেরচর মান্নান মল্লিকের কান্দি গ্রামের রফিক সরদারের ছেলে সোহেল সরদার (৩১) ও নুরুল হক মল্লিকের ছেলে আকাশ হোসেন মল্লিক (১৭)। পালং মডেল থানার অফিসার ইনচার্জ আসলাম উদ্দিন বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি দীর্ঘদিন ধরে সোহেল সরদার শহরের বাসস্ট্যান্ডের পাশে মেসার্স সরদার ইঞ্জিল অয়েল সাপ্লাই নামে একটি ভেজাল মবিলের কারখানা গড়ে তুলেছেন। খবর পেয়ে আমার নেতৃত্বে এস আই রূপকার, এস আই আতিয়ার সহ অভিযান পরিচালনা করি।

এসময় বিপুল পরিমাণ নকল মবিল উদ্ধার করেছি সেই সাথে সুপার ফোরটিসহ বিভিন্ন ব্রান্ডের নকল লেভেল এবং নকল মবিল তৈরি করার যন্ত্রপাতি উদ্ধার করি। আমরা দুজনকে আটক করতে সক্ষম হয়েছি। এর সাথে জড়িত যদি আর কেউ জরিত থাকে তাদেরকে আইনের আওতায় আনা হবে।

আপনার মতামত লিখুন :