লিগ্যাল এ্যাকশন বাংলাদেশ এর কুমিল্লা জেলা কমিটি গঠন
প্রকাশিত : ২১ মার্চ ২০২২
লিগ্যাল এ্যাকশন বাংলাদেশ এর কুমিল্লা জেলা কমিটি গঠন করা হয়েছে, সমাজের অবহেলিত লোকদের সহযোগিতার প্রত্যয় নিয়ে কুমিল্লা জেলার কতিপয় সমাজসেবী মনোভাব সম্পন্ন উচ্চ শিক্ষিত লোকদের নিয়ে এ কমিটি গঠন করা হয়েছে, যাদের মধ্যে সভাপতি – মোঃ আরিফ হোসেন, ও সেক্রেটারি- আবুল কালাম রাসেল কে নির্বাচিত করা হয়েছে।
তারা মানব সেবার ব্রত নিয়ে মাঠে নেমেছেন। যে সকল পরিবার বা লোক তাদের অধিকার থেকে বঞ্চিত হবে, তাদের বিনামূল্যে আইনী বা প্রয়োজনীয় সেবা প্রদান করাই হবে তাদের কাজ। এ ছাড়াও বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগ ও মহামারীতেও অসহায় মানুষের পাশে থাকতে চান তারা।