ইউক্রেনের কোটি মানুষ বাড়িঘর ছেড়েছেন: জাতিসংঘ
প্রকাশিত : ২১ মার্চ ২০২২
ইউক্রেনে রুশ হামলা শুরুর পর থেকে এখন পর্যন্ত ১ কোটি মানুষ তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ। রবিবার এক টুইট বার্তায় জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি এ কথা জানিয়েছেন।
ফিলিপ্পো গ্র্যান্ডি বলেন, ‘বিশ্বের সর্বত্র যারা যুদ্ধ চালায়, তাদের দায়ের মধ্যে বেসামরিক নাগরিকদের ভোগান্তির বিষয়টিও আছে। এই নাগরিকেরা তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হচ্ছেন। ইউক্রেনের যুদ্ধ এতটাই ধ্বংসাত্মক যে, ১ কোটি মানুষ পালিয়েছেন। তারা হয় দেশের অভ্যন্তরেই বাস্তুচ্যুত হয়েছেন, না হয় বিদেশে শরণার্থী হয়েছেন।
ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশনের পরিসংখ্যান অনুসারে, গত ১৬ মার্চ পর্যন্ত ইউক্রেনের ৬ দশমিক ৪৮ মিলিয়ন মানুষ অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছেন।