কল্যাণপুরে বস্তিতে আগুন নিয়ন্ত্রণে ১৪ ইউনিট

প্রকাশিত : ২১ মার্চ ২০২২

রাজধানীর কল্যাণপুর নতুনবাজার বেলতলা বস্তিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। ফায়ার কর্মীদের সঙ্গে যোগ দিয়েছে স্থানীয় মানুষও। রোববার (২০ মার্চ) ৮টা ৫০ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিদর্শক শাহজাহান শিকদার জানান, কল্যাণপুর ৯ নম্বর বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনের খবর পেয়ে ৮টার দিকে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট কাজ করছে।

তবে প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি পরিদর্শক শাহজাহান শিকদার। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাসেল ফারুক বলেন, ভয়াবহ আগুন। বস্তির দুই-তৃতীয়াংশ জ্বলছে। বস্তির অধিবাসীরা আহাজারি করছেন। বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

 

আপনার মতামত লিখুন :