মাদারীপুরে বঙ্গবন্ধু জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন

প্রকাশিত : ১৭ মার্চ ২০২২

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের কালকিনি উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মদিন পালন আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলা চত্বর থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিেিত ফুলদিয়ে উপজেলা হল রুমে কেক কেটে জন্মদিন পালন,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়।

উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক,পৌর মেয়র এস এম হানিফ,উপজেলা সহকারী ভুমি কর্মকর্তা সাইফুল ইসলাম,সমাজসেবা কর্মকর্তা আসাদুজ্জামান, কালকিনি থানা অফিসার ইনর্চাজ (ওসি তদন্ত) নাসির উদ্দিন,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আঃ জলিল আকন, সাবেক ডেপুটি কমান্ডার আঃ মালেক হাওলাদার। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দিপংকর তঞ্চঙ্গ্যা।

 

আপনার মতামত লিখুন :