নাপা সিরাপ: ব্রাহ্মণবাড়িয়ায় দুই শিশু মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার মা

প্রকাশিত : ১৭ মার্চ ২০২২

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে নাপা সিরাপ খেয়ে দুই শিশু মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে তাদের বাবা একটা মামলা দায়ের করে। সেই মামলার জের ধরে মা লিমা বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে লিমা স্বীকার করেছে যে, সে মিষ্টির সঙ্গে বিষ মিশিয়ে দুই শিশুকে হত্যা করেন।

দুই শিশুর বাবা ইসমাঈল হোসেন বাদী হয়ে গত বুধবার মাঝরাতে লিমা বেগম ও তার প্রেমিক সফিউল্লার বিরুদ্ধে মামলা করেন। পরে পুলিশ লিমা বেগমকে গ্রেপ্তার করে। বৃহস্পতিবার (১৭ই মার্চ) সকালে অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহীন জানান, লিমা আশুগঞ্জের একটি চালকলে কাজ করেন। সেখানে আরেক শ্রমিক সফিউল্লার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠলে তারা বিয়ের সিদ্ধান্ত নেন।

এরই জেরে গত ১০ই মার্চ মিষ্টির সঙ্গে বিষ মিশিয়ে ইয়াছিন ও মোরসালিনকে হত্যা করেন লিমা বেগম। মৃত্যুর ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য নাপা সিরাপের রিঅ্যাকশন বলে প্রচার চালান। মারা যাওয়া দুই শিশু হলো আশুগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে ইয়াছিন খান (৭) ও মোরসালিন খান (৫)। লিমার প্রেমিক সফিউল্লাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

 

আপনার মতামত লিখুন :