শার্শায় ফেনসিডিল-মদসহ আটক ৩
প্রকাশিত : ১২ মার্চ ২০২২
মো. মাসুদ রানা,বেনাপোল প্রতিনিধিঃ যশোরের শার্শায় দুটি পৃথক অভিযানে ৩৩ বোতল ফেনসিডিল ও ৩ বোতল বাংলামদসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখার ডিবি পুলিশ সদস্যরা।
শনিবার বিকালে শার্শা থানাধীন এলাকায় দুটি পৃথক অভিযানে ফেনসিডিল ও বাংলা মদসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
আটক আসামীরা হলেন, শার্শার ইছাপুর গ্রামের ইয়াকুব কারীর ছেলে মোজাহিদুল ইসলাম (২৩) রুদ্রপুর গ্রামের রবিউল হোসেনের ছেলে ইমরান হোসেন (২২) সেতাই গ্রামের হাতেম আলীর ছেলে সিরাজুল ইসলাম (৪৪)।
এবিষয়ে যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ রুপন কুমার সরকার বলেন, আটক আসামীদের বিরুদ্ধে শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।