গলাচিপায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত
প্রকাশিত : ১০ মার্চ ২০২২
সজ্ঞিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২২ উদ্যাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার ১১টায় উপজেলা প্রশাসন, উপজেলা দুর্যোগ ব্যাবস্থাপনা কমিটির আয়োজনে দুর্যোগ ব্যাবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ওয়ানা মার্জিয়া নিতু, গলাচিপা সদর ইউনিয়নের সি,পি,পি টিম লিডার মো. দেলোয়ার হোসেন ও প্রকল্প বাস্তবায়ন অফিসের উপ-সহকারী প্রকৌশালী মো. আসাদুজ্জামান আরিফ। অনুষ্ঠানে প্রধান অতিথি ও নির্বাহী অফিসার বলেন, সমুদ্র উপকূলীয় জনপদে নানা বিধ প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় আমরা বিশ্বের সাথে আজ সমাদৃত। তাই সকলকে নিজ নিজ স্থান থেকে, যে কোন দূর্যোগ মোকাবেলায় জনসচেতনত বৃদ্ধি করার কথা বলেন। এছাড়াও সি,পি,পি সদস্য ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।