কলাপাড়ায় সিপিপি’র স্বেচ্ছাসেবকদের ২ দিন ব্যাপী প্রশিক্ষন কর্মশালা শুরু
প্রকাশিত : ১০ মার্চ ২০২২
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় ঘূর্নিঝড় প্রস্তুতি কর্মসূচী সিপিপি’র স্বেচ্ছাসেবকদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে ২ দিন ব্যাপী প্রশিক্ষন কর্মশালা শুরু হয়েছে। দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালের অর্থায়নে বুধবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদের হল রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা ঘূর্নিঝড় প্রস্তুতি কর্মসূচী সিপিপি’র উদ্যোগে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক। টিয়াখালী ইউনিয়ন সিপিপি’র টিমলিডার এস এম মোশারফ হোসেন মিন্টুর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.হুমায়ন কবির, কলাপাড়া ঘূর্নিঝড় প্রস্তুতি কর্মসূচী সিপিপি’র সহকারি পরিচালক মোহাম্মদ আছাদ উজ্জামান খান, উপজেলা বন কর্মকর্তা আব্দুস সালাম প্রমুখ।
এ কর্মশালায় মোট ৫০ জন নারী,পুরুষ সেচ্ছাসেবককর্মী অংশগ্রহন করেন। তাদের দূর্যোগ ও দূর্যোগ পরবর্তীকালীন করনিয় বিষয় নিয়ে ধারনা দেয়া হয়।