কলাপাড়ায় আর্ন্তজাতিক নারী দিবস পালিত

প্রকাশিত : ৯ মার্চ ২০২২

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে আর্ন্তজাতিক নারী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলা প্রশাসন ও মহিলা অধিদপ্তর র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করে। বিভিন্ন বে-সরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি ও শিক্ষর্থীদের অংশগ্রহনে র‌্যালীটি পৌর শহর প্রদক্ষিণ শেষে উপজলো পরিষদ মিলনায়তনের হল রুমে এক আলোচনা সভায় মলিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজলো পরিষদ চেয়ারম্যান এস এম রাকবিুল আহসান।

বিশেষ অতিথির বক্তব্য রাখনে, উপজেলা সমাজসেবা অফিসার মো.মিজানুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক র্কমর্কতা মনিকা আক্তার, কলাপাড়া থানার ভারপ্রাপ্ত র্কমর্কতা মো.জসিম, ভাইস চয়োরম্যান শফিকুল আলম বাবুল, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা পারভীন শিমা, নারী উন্নয়ন ফোমার’র সভাপতি কাউন্সিলর মনোয়ারা বেগম, ইউএসএইড,ইকোফিস-২ওয়ার্ল্ডফিস বাংলাদেশ’র সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি, ওয়ার্ল্ড কনসার্ট জেন্ডার অফিসার নাসরিন আক্তার প্রমুখ।

পরে অনুষ্ঠানে রচনা প্রতিযোগীতায় ছয় জন নারীর মাঝে পুরুস্কার বিতারন করা হয়। এছাড়া উপজেলার মহিপুর ইউনিয়নের শুধিরপুর গ্রামের এক নারী উদ্যোক্তা জেলে বধূকে সম্মাননা দেয়া হয়েছে। এতে সরকারি বে-সরকারি র্কমর্কতা ছাড়াও বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

আপনার মতামত লিখুন :