গলাচিপায় আন্তর্জাতিক নারী দিবস পালিত
প্রকাশিত : ৯ মার্চ ২০২২
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপায় ‘টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ আগ্রগণ্য’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা অডিটরিয়াম হল রুমে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মঙ্গলবার (৮ মার্চ) সকালে এ আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মুহাম্মদ সাহিন। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান ওয়ানা মার্জিয়া নিতু, গলাচিপা থানা অফিসার ইনচার্জ (ওসি) এম. আর শওকত আনোয়ার ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বিআরডিবির চেয়ারম্যান হাজী মজিবর রহমান, উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা বিপাশা দেবী তনুসহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ। আলোচনা সভায় কর্মক্ষেত্রসহ সব স্তরে নারীদের অধিকার, সমতা ও শিক্ষার বিষয়ে গুরুত্ব তুলে ধরেন বক্তরা।