সাপাহারে আর্ন্তজাতিক নারী দিবস উদযাপন
প্রকাশিত : ৮ মার্চ ২০২২
হাফিজুল হক,সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: শেখ হাসিনার বারতা নারী-পুরুষ সমতার আলোকে “টেকসই আগামীর জন্য জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য “এই প্রতিপাদ্য বিষয় নিয়ে নওগাঁর সাপাহারে আর্ন্তজাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অফিসের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্যাহ আল মামুন, সভাপতিত্বে এসময় উপস্থিত থেকে দিবসটির গুরুত্ব তুলে ধরে বিভিন্ন দিক নির্দেশনা মুলক প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন মন্ডল।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ , কৃষি সম্প্রসারণ অফিসার মনিরুজ্জামান টকি, মহিলা বিষয়ক কর্মকর্তা আমিনা খাতুন, সমাজসেবা কর্মকর্তা তৌফিকুর রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার তৃষিত কুমার, সমবায় অফিসার আব্দুর রশিদ,থানা অফিসার উপ-পুলিশ পরিদর্শক নুরুল ইসলাম প্রমুখ।
এছাড়াও সেখানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, সাংবাদিক। বিভিন্ন এলাকার নারীগন উপস্থিত ছিলেন।