কলারোয়ায় নানা আয়োজনে নারী দিবস উদযাপন
প্রকাশিত : ৮ মার্চ ২০২২
মোঃ ইমরান সরদার: টেকসই আগামীর জন্য জেন্ডার সমতাই আর অগ্রগণ্য প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার কলারোয়ায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হয়েছে।
মঙ্গলবার (৮মার্চ) সকালে উপজেলার প্রাঙ্গণে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে ওই দিবসটি পালিত হয়। র্যালী ও আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরীর সভাপতিতে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন-কলারোয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান, উপজেলা সিনিয়র উপজেলা মৎস্য অফিসার রবিন্দ্র নাথ মন্ডল, সিনিয়র উপজেলা প্রাণীসম্পদ অফিসার অমোল কুমার সরকার,উপজেলা প্রকৌলী নাজিমুল হক, কলারোয়া ব্র্যাক প্রতিনিধি শাহানাজ পারভীন, রিপোর্টাস ক্লাবের সহ.সভাপতি সাংবাদিক জাকির হোসেন, পৌর প্রেসক্লাবের সভাপতি জুলফিকার আলী, প্রেসক্লাবের সদস্য জিল্লুর রহমান, সিমান্ত উন্নয়ন ফাউন্ডেশনের সভানেত্রী সাকিলা ইয়াসমিন মেরী, উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষক বিল্লাল হোসেন, প্রশিক্ষক সাবিকুন্নাহার, অফিস সহকারী আনিছুর রহমান, নারায়ন চন্দ্র বিশ্বাস, শাহিনা খাতুন, সিডব্লিুউসিএস, উত্তরণ, ব্র্যাক, উন্নয়ন পরিষদ সহ সকল কিশোরী ক্লাবের সদস্য ও গন্যমাণ্য ব্যক্তিবৃন্দ।