সাপাহারে জাতীয় বীমা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
প্রকাশিত : ১ মার্চ ২০২২
হাফিজুল হক সাপাহার নওগাঁ প্রতিনিধি: নওগাঁর সাপাহারে তৃতীয় বারের মত পালিত হচ্ছে জাতীয় বীমা দিবস। বীমা শিল্পের উন্নয়ন ও বীমা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ দিবস পালিত হচ্ছে।
১ মার্চ মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্যাহ আল মামুন এর সভাপতিত্বে জাতীয় বীমা দিবস উপলক্ষে সাপাহার উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন মন্ডল।
এ সময় সাবেক কমান্ডার আলহাজ্ব ওমর আলী মোল্লা,ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ , মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সরকার, সমাজসেবা কর্মকর্তা তৌফিকুর রহমান, প্রাণিসম্পদ কর্মকর্তা আশীষ কুমার দেবনাথ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন সাপাহারে অবস্থিত বিভিন্ন বিমা কোম্পানির কর্মকর্তা-কর্মচারী ও গ্রাহক গন উপস্থিত ছিলেন।