রক্তাক্ত ৭ টি রাজ কাঁকড়া উদ্ধার করেছে গবেষকরা
প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি ২০২২
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। পর্যটন কেন্দ্র কুয়াকাটার সৈকত থেকে রক্তাক্ত ৭ টি রাজ কাঁকড়া উদ্ধার করেছে গবেষকরা। শনিবার সকালে সৈকত সংলগ্ন ভারানির খালে একটি পরিতাক্ত জাল থেকে এ কাঁকড়াগুলো উদ্ধার করা হয়। পরে অর্ন্তজাতিক গবেষনা সংস্থা ইউএসএইড ইকোফিস ২, ওয়ার্ল্ডফিসের একটি গবেষক টিম প্রাথমিক চিকিৎসা শেষে সৈকতের ঝাউবাগান এলাকা সংলগ্ন সাগরে এসব কাঁকড়া অবমুক্ত করেন।
রাজ কাঁকড়ার বৈজ্ঞানিক নাম কার্সিনসকর্পিয়াস রোটানডিকওডা। এদেরকে জীব জীবাশ্মা ও বলা হয়। এ কাকঁড়া নীল ও খুবই মূল্যবান। এগুলো চিকিৎসা বিজ্ঞানে গুরুত্ব অপরিসীম বলে গবেষকরা জানিয়েছেন।
ইউএসএইড,ইকোফিস ২ ওয়ার্ল্ডফিস বাংলাদেশ’র সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি বলেন, গবেষণার কাজে সৈকত থেকে গঙ্গামতিতে যাওয়ার পথে ছেড়া জালে আটকানো অবস্থায় এ কাঁকড়া গুলো দেখতে পাই। তাদের শরীর থেকে রক্ত ঝরছিল। এগুলোকে প্রাথমিক চিকিৎসা শেষে সমুদ্রে অবমুক্ত করা হয়েছে।