টিকটকার হামলায় কলাপাড়ায় গৃহবধু জখম
প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি ২০২২
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় টিকটকারদের হামলায় সামসুন্নাহার বেগম (৩৮) নামের এক গৃহবধু গুরুতর জখম হয়েছে। এ ঘটনা ঘটে রবিবার দুপুরে উপজেলার লালুয়া ইউনিয়নের মুন্সিপাড়া গ্রামে। আহতাবস্থায় ওই গৃহবধূকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত গৃহবধু সাংবাদিকদের জানান, তার নিজ বাড়ির সামনে সকাল থেকে দুপুর পর্যন্ত এক যুবতিকে নিয়ে ভিডিও ধারন করছিলো স্থানীয় বখাটে আসলাম ও বেল্লাল নামের দুই যুবক। এসময় গৃহবধু ওই টিকটকারদের বাঁধা দেয়। একপর্যায় তার উপর হামলা চালায়। এতে সে গুরুতর আহত হয়।
কলাপাড়া হাসপাতালের চিকিৎসক ডা.ইকবাল হোসেন বলেন, গৃহবধুর ডান চোখের উপরে এবং কপালে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে চিকিৎসা দেয়া হয়েছে। তবে পরবর্তীতে ওই নারীকে চোখের চিকিৎসা নেয়ার পরামর্শ দেয়া হয়েছে বলে তিনি সাংবাদিকদের জানিয়েছেন।
কলাপাড়া থানার ওসি মো. জসিম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহন করা হবে।