সেচ্ছাসেবকদের প্রশিক্ষন কার্যক্রম পরিদর্শন করেছেন সিপিপির উপসচিব

প্রকাশিত : ২৯ জানুয়ারি ২০২২

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় ঘূর্নিঝড় প্রস্তুতি সিপিপি’র সেচ্ছাসেবকদের দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষন কার্যক্রম পরিদর্শন করেছেন ঘূর্নিঝড় প্রস্তুতি সিপিপির পরিচালক উপ-সচিব আহমাদুল হক। শনিবার সকালে তিনি উপজেলা পরিষদের হল রুমে প্রশিক্ষন কার্যক্রম পরিদর্শন ও নতুন নারী সেচ্ছাসেবকদের মাঝে পার্সোনাল গিয়ার বিতরন করেন।

এ সময় ঘূর্নিঝড় প্রস্তুতি সিপিপি’র সহকারি পরিচালক ও উপজেলা কর্মকর্তা মো.আসাদ উজ্জামান খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.হুমায়ন কবির, সিপিপি’র উপজেলা টিম লিডার মো মোতালেব হাওলাদার, ইউনিয়ন টিম লিডার এস এম মোশারফ হোসেন মিন্টু, সোহেল গাজী, মিজানুর রহমান বুলেট, ফোরকান প্যাদাসহ বিভিন্ন ইউনিয়নের সেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।

ঘূর্নিঝড় প্রস্তুতি সিপিপি’র সহকারি পরিচালক ও উপজেলা কর্মকর্তা মো.আসাদ উজ্জামান খান বলেন, এ উপজেলায় নতুন করে ৭৯০ জন নারী স্বেচ্ছা সেবকদেরকে এ সরঞ্জাম তুলে দেয়া হয়েছে। এছাড়া সিপিপি’র ৫০ বছরপূর্তী উপলক্ষে টিম লিডারদের মাধ্যমে উপজেলার সকল স্বেচ্ছা সেবককর্মীদের মঝে ক্যাপ বিতরন করা হয়।

 

আপনার মতামত লিখুন :