সিলেটে আইসোলেশনে থাকা যুক্তরাজ্যফেরত নারীর মৃত্যু
প্রকাশিত : ২২ মার্চ ২০২০
করোনাভাইরাস সন্দেহে আইসোলেশনে থাকা যুক্তরাজ্যফেরত এক নারী (৬১) মারা গেছেন। শনিবার (২১মার্চ) দিবাগত রাত সাড়ে ৩টায় তিনি মারা যান। শামসুদ্দিন হাসপাতালে সিনিয়র স্টাফ নার্স আব্দুল খালেক রাত ৪টা ২৫ মিনিটে এ তথ্য নিশ্চিত করেছেন। সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মন্ডল বলেন, গত ২০ মার্চ শহীদ শামসুদ্দিন হাসপাতালের আইসোলেশন ইউনিটে ওই নারীকে করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে ভর্তি করা হয়। রোববার (২২ মার্চ) ঢাকা থেকে আইইডিসিআর’র লোক সিলেটে এসে তার রক্তের নমুনা সংগ্রহ করার কথা ছিল। এর আগেই তিনি মারা গেলেন।
ওই নারীর করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিল কি না সেটা আর পরীক্ষা করা যাবে কি না এমন প্রশ্নের জবাবে সিভিল সার্জন বলেন, জেলা করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সভাপতি, জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলামসহ সরকারি কর্মকর্তারা হাসপাতালে যাচ্ছেন। আমিও হাসপাতালে যাওয়ার পথে আছি। সেখানে এ ব্যাপারে সিদ্ধান্ত হবে। জানা গেছে, গত ৪ মার্চ যুক্তরাজ্য থেকে দেশে ফেরেন সিলেট নগরের শামীমাবাদ এলাকার ওই নারী। বিগত ১০ দিন ধরে জ্বর, সর্দি, কাশি ও শাসকষ্টে ভুগছিলেন তিনি। হাসপাতালে ভর্তির পর অবস্থার উন্নতি না হওয়ায় তাকে আইসোলেশনে রেখেছিলেন ডাক্তাররা।