ইসলামী ব্যাংক কন্টাক্ট সেন্টারের বর্ষসেরা কর্মীদের পুরস্কার প্রদান
প্রকাশিত : ২৮ জানুয়ারি ২০২২
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড কন্টাক্ট সেন্টারে কর্মরত ২০২১ সালের বর্ষসেরা কর্মীদের পুরস্কার প্রদান করেছে। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা ২৭ জানুয়ারি ২০২২, বৃহ¯পতিবার মতিঝিলের কন্টাক্ট সেন্টার কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে এ পুরস্কার হস্তান্তর করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোঃ ওমর ফারুক খান, চিফ রিস্ক অফিসার মোহাম্মদ আলী ও সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার। সভাপতিত্ব করেন ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আবুল ফয়েজ মুহাম্মাদ কামালুদ্দীন।