নন্দীগ্রামে পুলিশের অভিযানে ৯ জুয়াড়িসহ গ্রেপ্তার ১০
প্রকাশিত : ২৮ জানুয়ারি ২০২২
বগুড়ার নন্দীগ্রামে ৯ জুয়াড়িসহ ১০জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গতকাল বুধবার ২৬ জানুয়ারি দিবাগত রাতে উপজেলার সদর ইউনিয়নের রণবাঘা গ্রামের সোনাপুকুরপাড়া হতে নগদ ৩৮ হাজার ৮০৫ টাকা ও জুয়াখেলার সরঞ্জামাদিসহ ৯ জুয়াড়িকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার কুস্তা গ্রামের ঈমান আলীর ছেলে শফিকুল ইসলাম (৩৬), মোখলেছুর রহমানের ছেলে আব্দুল হান্নান (৩৫), নুরুল ইসলামের ছেলে আরিফুল ইসলাম ডাবলু (৪৮), রণবাঘা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে আব্দুল খালেক (৩৬), মনসুর আলীর ছেলে আলীউল ইসলাম (৪৪)।
নাটোরের সিংড়া উপজেলার হাঁসপুকুরিয়া গ্রামের আনছার আলীর ছেলে নজরুল ইসলাম (৪২), শতকুড়ি গ্রামের মৃত ফজলাল হোসেনের ছেলে সাগর হোসেন (২৮), লুৎফর রহমানের ছেলে শাহীন হোসেন (৩৬), বেলতা গ্রামের আব্দুস সাত্তারের ছেলে আব্দুল জলিল (৩৭)।
এছাড়া ওইদিন সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭ টারদিকে উপজেলার বুড়ইল ইউনিয়নের বাংলাবাজারের হযরত আলীর মুদিখানা দোকানের সামনে হতে আনুমানিক ১৫ হাজার টাকা মূল্যের একটি গর্ভবতী ছাগলসহ আব্দুর রাজ্জাক (২৮) নামে এক চোরকে গ্রেপ্তার করে থানা পুলিশ। সে বগুড়ার শেরপুর উপজেলার পূর্বঘোষপাড়া গ্রামের মোংল্লা শেখের ছেলে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, বৃহস্পতিবার ২৭ জানুয়ারি থানা পুলিশ গ্রেপ্তারকৃতদের বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করেছে।