করোনা ছড়ানোর অভিযোগে কনিকার বিরুদ্ধে মামলা
প্রকাশিত : ২২ মার্চ ২০২০
কয়েকদিন আগেই যুক্তরাজ্য থেকে ফিরেছেন বলিউডের ‘বেবি ডল’ খ্যাত গায়িকা কণিকা কাপুর। এরপর করোনা ভাইরাস সঙ্গে নিয়েই কয়েকটি পার্টিতে অংশ নিয়েছেন। তিনি যুক্তরাজ্য থেকে ফিরলেও তথ্য গোপন করে ভারতের লক্ষ্ণৌতে এসব পার্টিতে অংশ নিয়েছেন। তিনি যে পার্টিতে অংশ নিয়েছেন সেখানে উপস্থিত ছিলেন উত্তর প্রদেশের স্বাস্থ্যমন্ত্রী জয় প্রতাপ সিং। এছাড়া সেখানে হোটেলে অবস্থানকালে তার সঙ্গে অনক মানুষও এ সময় সাক্ষাৎ করেছেন। পরে ডাক্তারি পরীক্ষায় তার শরীরে করোনা ভাইরাস ধরা পড়লে তথ্য গোপন করে জনসমাগমে উপস্থিত হওয়ায় তার বিরুদ্ধে একটি মামলা হয়েছে।
এদিকে তার সঙ্গে পার্টিতে যারা উপস্থিত ছিলেন তারা এখন করোনা আতঙ্কে দিন পার করছেন। জানা গেছে, এই গায়িকা ১১ দিন আগে যুক্তরাজ্য থেকে ফিরেছেন। তবে এ তথ্য গোপন করায় তাকে কোয়ারেন্টিনে যেতে হয়নি। তিনি অবলীলায় ঘুরে বেড়িয়েছেন এবং পার্টিতে যোগ দিয়েছেন। কিন্তু পাঁচ দিন আগে হঠাৎ জ্বর-কাশি দেখা দেয়। পরে চিকিৎসকের শরণাপন্ন হলে তার পরামর্শ অনুযায়ী করোনা ভাইরাস পরীক্ষা করালে ফল পজিটিভ আসে। তাই তিনি আইসোলেশনে গেছেন এবং তার পুরো পরিবার কোয়ারেন্টিনে আছেন।
এদিকে তথ্য গোপন করে সাধারণ মানুষকে বিপদে ফেলার দায়ে কণিকার বিরুদ্ধে মামলা দায়ের করেছে উত্তর প্রদেশ পুলিশ। করোনা ভাইরাসে আক্রান্ত এ গায়িকার বিরুদ্ধে এমনই কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। অন্যদিকে হোটেল তাজের ৬০২ নম্বর কক্ষে অবস্থান করেছেন কণিকা। সেই কক্ষটি দু’দিন বন্ধ রেখে জীবাণুমুক্ত করা হচ্ছে।