চট্টগ্রামে নিজের বাসায় মডেল মুনার আত্মহত্যা
প্রকাশিত : ২২ মার্চ ২০২০
চট্টগ্রামে ব্যাপক পরিচিতি পাওয়া মডেল মানজুমা পারভীন মুনা নিজ বাসায় গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। শুক্রবার সকালে মডেল মুনার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে কোতোয়ালি থানার পুলিশ। এ ঘটনায় শুক্রবার রাতে মুনার বাবা এডভোকেট সালেহ আহমদ কোতোয়ালী থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করার পর বিষয়টি প্রকাশ পায়।
ঘটনার সত্যতা স্বীকার করে কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, হঠাৎ কেন মুনা আত্মহত্যা করলেন তার তথ্য এখনো পাওয়া যায়নি। আত্মহত্যার রহস্য উন্মোচনের চেষ্টা চলছে বলে জানান তিনি। ওসি জানান, শুক্রবার সকালে খবর পেয়ে নিজের বাসা থেকে মানজুমা পারভীন মুনার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। তার গলায় আঘাতের চিহ্ন রয়েছে। পোস্ট মর্টেমের জন্য তার মৃতদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, ২০১৮ সালে মিস হ্যামার স্ট্রেংথ নামে চট্টগ্রামভিত্তিক একটি সৌন্দর্য প্রতিযোগিতায় বিজয়ী হন মডেল মানজুমা পারভীন মুনা।