মাশরাফীর ফেরা রাঙাতে পারল না ঢাকা
প্রকাশিত : ২৫ জানুয়ারি ২০২২
এক বছরেরও বেশি সময় পর মাঠে ফিরে দারুণ বল করলেন মাশরাফী বিন মোর্ত্তজা। নিলেন জোড়া উইকেট। কিন্তু ব্যাটারদের ব্যর্থতার দিনে হাসতে পারল না তার দল মিনিস্টার গ্রুপ ঢাকা। তাদের দেওয়া ছোট্ট পুঁজি সহজেই পেরিয়ে সিলেট সানরাইজার্স পেল আসরের প্রথম জয়।
বিপিএলে মঙ্গলবারের প্রথম ম্যাচে মাহমুদউল্লাহর নেতৃত্বাধীন ঢাকাকে ৭ উইকেটে হারিয়েছে মোসাদ্দেক হোসেনের সিলেট। ১০১ রানের লক্ষ্য তারা পেরিয়ে গেছে ১৮ বল হাতে রেখেই।