আমতলীতে করোনা সংক্রমণ রোধে সরকারি নির্দেশনা অমান্য করায় ২৩ জনকে জরিমানা
প্রকাশিত : ১৭ জানুয়ারি ২০২২
স্টাফ রিপোর্টার: বরগুনার আমতলীতে সরকারি নির্দেশনা অনুযায়ী মরনঘাতি করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সরকারি বিধি নিষেধ না মানা ও জনসচেতনতা বাড়াতে মোবাইল কোর্টের মাধ্যমে ২৩ জনকে জরিমানা করা হয়েছে।
রবিবার সকাল ১০ টার দিকে আমতলী উপজেলা ও পৌর শহরের বিভিন্ন সড়কে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ নাজমুল ইসলামের নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়। মুখে মাস্ক ব্যবহার না করা, সরকারী বিধি নিষেধ না মানা এবং জনসচেতনতা বাড়াতে পথচারী, যানবাহন ও ব্যবসা প্রতিষ্ঠানের ২৩ জনকে জরিমানা করেন। পরে তিনি পথচারী ও সাধারণ মানুষের মধ্যে মাস্ক বিতরণ করেন।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ নাজমুল ইসলাম বাপ্পি বলেন, জনসচেতনতা বাড়াতে এবং করোনা সংক্রমণ প্রতিরোধে সরকারি নির্দেশনা বাস্তবায়নে আগামীতে এ অভিযান অব্যাহত থাকবে। তাই সকলকে করোনা সংক্রমন প্রতিরোধে সরকারি নির্দেশনা মেনে চলার আহবান জানান।