চতুর্থ বিয়ের খবরের জবাব দিলেন শ্রাবন্তী
প্রকাশিত : ১৫ জানুয়ারি ২০২২
জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তাকে নিয়ে আলোচনা ও সমালোচনার যেন শেষ নেই। বিতর্ক যেন তার পিছু ছাড়ে না। এমনকি তিনি বার বার বিয়ে করেও সংবাদের শিরোনাম হয়েছেন। সাম্প্রতি কপালে সিঁদুর দেয়া ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে কটাক্ষের শিকার হন এই অভিনেত্রী। মন্তব্যের ঘরে নেটিজেনরা একই প্রশ্ন করে গেছেন বারবার – চতুর্থ বিয়ে করেছেন? চারিদিকে গুজব ছড়িয়ে যায়।
এরপর কপালে সিঁদুর, টিপ, বেনারসি শাড়িতে বউ সেজে একটি ভিডিও আপলোড করে সেই গুজবের হালে নিজেই হাওয়া দেন এ টালিউড নায়িকা। বুধবার শ্রাবন্তীর ফেসবুকে পোস্ট করা সাত সেকেন্ডের ওই ভিডিও প্রথমে দেখলে যে কেউ মনে করতে পারেন, হয়তো আবারও বিয়ে হচ্ছে এ নায়িকার।
যদিও গুজব না রটাতে সতর্ক করে দিয়েছেন শ্রাবন্তী। ভিডিওর ক্যাপশনে শ্রাবন্তী জুড়ে দেন ‘শুটিং মুড অন’, অর্থাৎ নতুন সিনেমার শুটিং করছেন তিনি। সেখানেই চরিত্রের প্রয়োজনে নববধূ সেজেছেন। ভারতীয় গণমাধ্যমের খবর, তরুণ নির্মাতা অয়ন দে পরিচালিত ‘ভয় পেয়ো না’ সিনেমায় তমসা নামের চরিত্রে অভিনয় করছেন শ্রাবন্তী। সেই সিনেমাটির শুটিংয়ের ভিডিও আপলোড করেছেন তিনি। সিনেমাটিতে শ্রাবন্তীর স্বামী চরিত্রে দেখা যাবে অভিনেতা ওমকে।
ছবিতে শ্রাবন্তী-ওমের মধ্যে দাম্পত্য কলহ দেখানো হয়েছে। স্বামী-স্ত্রীর মানসিক দ্বন্দ্ব তুলে ধরা হয়েছে তাতে। তাদের সম্পর্কোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন শাশুড়ি। নানা রহস্যের মধ্যে দিয়ে গল্প এগিয়ে চলে।