জনসচেতনতামূলক দশমিনায় তথ্য অফিসের মাইকিং
প্রকাশিত : ২২ মার্চ ২০২০
সঞ্জয় ব্যানার্জী, দশমিনা প্রতিনিধি: করোনা ভাইরাস প্রতিরোধে পটুয়াখালীর জেলা তথ্য অফিসের উদ্যোগে জনসচেতনতামূলক মাইকিং করা হয়েছে। শনিবার সকাল থেকে উপজেলার বিভিন্ন স্থানে মাইকিং করা হয়। জেলা তথ্য প্রচারে জানান, বিভিন্ন দেশ থেকে আসা ব্যক্তিদেরকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দেয়াসহ করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি করতে মাইকিং করা হচ্ছে।
এছাড়াও যারা বিদেশ থেকে ফিরে এসে হোম কোয়ারেন্টাইনে না থেকে বাহিরে ঘোরাফেরা করছেন তাদেরকে হোম কোয়ারেন্টাইনে থাকতে থানা পুলিশের সহযোগীতা নিন। নির্দেশনা অমান্যকারীকে আইনের আওতায় আনতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জরিমানা করাসহ শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।