জাদিমুড়া ক্যাম্প থেকে রোহিঙ্গা সন্ত্রাসী গ্রেফতার
প্রকাশিত : ১২ জানুয়ারি ২০২২
কক্সবাজারের টেকনাফে আব্দুল মোতালেব নামে এক রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। সোমবার রাতে ঐ উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া ক্যাম্প এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আব্দুল মোতালেব জাদিমুড়া ক্যাম্পের বি/৪-ব্লকের আবুল কাশেমের ছেলে। তিনি ক্যাম্প সংশ্লিষ্ট রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপের সক্রিয় সদস্য।
মঙ্গলবার ১৬ এপিবিএন এর অধিনায়ক এসপি মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জাদিমুড়া রোহিঙ্গা ক্যাম্প এলাকায় অভিযান চালানো হয়। এপিবিএন সদস্যদের উপস্থিতি টের পেয়ে একদল রোহিঙ্গা সন্ত্রাসী পালিয়ে যায়। ঐ সময় ধাওয়া করে সন্ত্রাসী গ্রুপের সক্রিয় সদস্য আব্দুল মোতালেবকে গ্রেফতার করা হয়।
তিনি আরো বলেন, গ্রেফতারকৃত রোহিঙ্গা সন্ত্রাসী আব্দুল মোতালেবের বিরুদ্ধে ক্যাম্প এলাকায় মাদক বেচা-কেনা, ডাকাতি, অপহরণ, মুক্তিপণ আদায়সহ বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।