শার্শায় ইজিবাইক চাপায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু
প্রকাশিত : ৯ জানুয়ারি ২০২২
শার্শা প্রতিনিধি:
যশোরের শার্শার বালুন্ডা গ্রামে চলন্ত ইজিবাইক চাপায় পিষ্ট হয়ে হুসাইন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (৯ই জানুয়ারী) শার্শার বালুন্ডা রাস্তায় এ ঘটনা ঘটে।
গ্রামবাসি জানান, জামতলা বালুন্ডা সংযোগ সড়কে খেলতে গিয়ে একটি ইজিবাইকের চাকায় পিষ্ট হয়ে উত্তর পাড়ার আব্দুল গফ্ফার এর ছোট ছেলে হুসাইনের মৃত্যু হয়।
এদিকে ঘাতক ইজিবাইক চালককে আটক করেছে স্থানীয়রা। তবে এ বিষয়ে থানায় এখনও কোন মামলা হয়নি।