করোনা প্রতিরোধ সচেতনতায় পাকেরহাট গনগ্রন্থাগারের প্রচারণা

প্রকাশিত : ২২ মার্চ ২০২০

মো: মজনু আলম, খানসামা (দিনাজপুর)। করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে দিনাজপুরের খানসামায় সচেতনতামূলক প্রচারণা চালাচ্ছে পাকেরহাট গণগ্রন্থাগার। ১৭ মার্চ থেকে করোনা প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে উপজেলার বিভিন্ন স্থানে জনসমাগম এড়িয়ে চলা ও ঘন ঘন সাবান দিয়ে হাত ধোয়া আর করোনা ভাইরাস নিয়ে কোন গুজব বা আতংকিত না হয়ে আগাম সচেতনতামূলক মাইকিং আর লিফলেট বিলি এবং মাস্ক ও সাবান বিতরণ করে জনগণকে হাত ধোয়ায় উৎসাহিত করা হচ্ছে।

পাকেরহাট গণগ্রন্থাগারের সদস্য জাহিদ হাওলাদার জানান, করোনা ভাইরাস নিয়ে সাধারণ মানুষের মধ্যে আতংক দেখা দিয়েছে তাই আতংক দূর করে সচেতনতা সৃষ্টি করে জনসাধারণকে সচেতন করতে আমাদের এই প্রচারণা।

প্রচারনায় সম্বনয়কের দায়িত্বে থাকা পাকেরহাট গণগ্রন্থাগারের সদস্য দীপক রায় জানান, গ্রামের মানুষকে সহজেই করোনা প্রতিরোধে করণীয় সম্পর্কে জানাতে লিফলেট বিলির পাশাপাশি মাইকিং করা হচ্ছে তবে গণগ্রন্থাগারের সদস্যরা বেকার হওয়া ব্যয়বহুল এ প্রচারণা কার্যক্রম চালু রাখতে সকলের আর্থিক সহযোগিতা ও পরামর্শ প্রয়োজন তাছাড়া প্রচারনা চালু রাখা সম্ভব হবে না।

আপনার মতামত লিখুন :