পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে আবারও নৌকার ভরাডুবি
প্রকাশিত : ৬ জানুয়ারি ২০২২
পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ফরিদপুরে আবারও নৌকার ভরাডুবি হয়েছে। ফরিদপুরের সদরপুর ও মধুখালী উপজেলায় মোট ১৩টি ইউনিয়নে মধ্যে আটটিতে স্বতন্ত্র ও পাঁচটিতে নৌকার প্রার্থী বিজয়ী হয়েছে। বুধবার (৫ জানুয়ারি) ফরিদপুরের সদরপুর ও মধুখালী উপজেলায় এ ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
সদরপুর উপজেলায় চর বিষ্ণুপুর ইউনিয়নে চেয়ারম্যান বিজয়ী হয়েছেন মো. মোয়াজ্জেম হোসেন (স্বতন্ত্র), আকটেরচর ইউনিয়নে মো. আসলাম বেপারী (নৌকা), নারিকেলবাড়িয়া ইউনিয়নে মো. নাসির উদ্দিন সরদার (স্বতন্ত্র), চর নাছিরপুর ইউনিয়নে রোকন উদ্দিন মোল্লা (স্বতন্ত্র), ভাষাণচর ইউনিয়নে শেখ গোলাম কাউসার (স্বতন্ত্র), কৃষ্ণপুর ইউনিয়নে আকতারুজ্জামান তিতাস (নৌকা), সদরপুর ইউনিয়নে কাজী জাফর (স্বতন্ত্র), চর মানাইর ইউনিয়নে রফিকুল ইসলাম (স্বতন্ত্র), ঢেউখালী ইউনিয়নে মো. মিজানুর রহমান বয়াতি (নৌকা)।
এদিকে মধুখালী উপজেলার জাহাপুর ইউনিয়নে সামছুল ইসলাম বাচ্চু (নৌকা) ,বাগাট ইউনিয়নে মতিয়ার রহমান (নৌকা), কামারখালী ইউনিয়নে রাকিব হোসেন চৌধুরী ইরান (স্বতন্ত্র) ও রায়পুর ইউনিয়নে জাকির হোসেন (স্বতন্ত্র)।