নওগাঁর আত্রাইয়ে ন্যাশনাল পোটাল বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

প্রকাশিত : ৫ জানুয়ারি ২০২২

রওশন আরা শিলা, নওগাঁ বিশেষ প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে বুধবার উপজেলা পর্যায়ে সরকারী অফিসারদের নিয়ে ন্যাশনাল পোটাল বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে ও সহযোগীতায় এসপায়ার টু ইনোভেট (এ টু আই) উপজেলা সভা কক্ষে বুধবার সকাল দশটা থেকে বিকেল পর্যন্ত দিন ব্যাপী এই কর্মশালার উদ্বোধন করেন প্রধান অতিথি প্রকল্প পরিচালক (যুগ্ন-সচিব) এসপায়ার টুইনোভেট (এটুআই) ড.দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবির।

সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট, নওগাঁ মোঃ হারুন-অর-রশীদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকতেখারুল ইসলাম। কর্মশালায় প্রজেক্টরের মাধ্যমে প্রশির্ক্ষণ প্রদান করেন ন্যাশনাল পোটাল টিম এটুআই এর সহকারী প্রোগ্রামার অমিত সুন্দর রায়।

প্রশিক্ষণ কর্মশালায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস সালাম, কৃষি অফিসার কৃষিবিদ কেএম কাওছার হোসেন, উপজেলা তথ্য সেবা আপা দিলরুবা জান্নাত, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সহকারী মোঃ ইসমাইল হোসেন, উপজেলা সমবায় অফিস সহকারী মোঃ জাকির হোসেনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের অফিসারগন অংশ গ্রহন করেন। কর্মশালাটি অর্থায়ন করেন এসপার টু এনোভেট(এটু আই।

 

আপনার মতামত লিখুন :