গলাচিপা উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
প্রকাশিত : ২২ ডিসেম্বর ২০২১
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপায় উপজেলা প্রশাসনের আয়োজনে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা-২০২১ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টায় উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুহাম্মদ সাহিন সাহ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আরজু আক্তার, গলাচিপা থানার অফিসার ইনচার্জ এমআর শওকত আনোয়ার ইসলাম, গলাচিপা সিনিয়র মৎস্য কর্মকর্তা নুরু নবী, উপজেলা প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মস্তফা, গলাচিপা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. ফোরকান কবির, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এসএম দেলোয়ার হোসাইন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. অলিউল্লাহ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবদুর রশীদ খান, উপজেলা সমবায় কর্মকর্তা কামরুল আহসান মিঞা, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহবুব হাসান শিবলী, গলাচিপা মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. শাহজাহান মিয়া, গলাচিপা প্রেস ক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয় সহ নব নির্বাচিত ১২টি ইউনিয়নের চেয়ারম্যান, ইউপি সদস্য ও মহিলা ইউপি সদস্যবৃন্দ। সভায় বক্তারা নতুন নির্বাচিতদের বরণ করে নেন।
সকলকে এক হয়ে এলাকার উন্নয়নের পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষার জন্য সকলকে এগিয়ে আসার আহবান জানান। তাছাড়া প্রশাসনকে সহযোগিতা করার উদাত্ত আহ্বান জানান।