গলাচিপায় মহান বিজয় দিবস উপলক্ষে দিনব্যাপী নাটক ও সাংস্কৃতিক

প্রকাশিত : ১৮ ডিসেম্বর ২০২১

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপায় বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে দিনব্যাপী নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শুক্রবার (১৭ই ডিসেম্বর) গলাচিপা পৌর মঞ্চে দিনব্যাপী এই নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উপজেলা আওয়ামী লীগের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১১৩ পটুয়াখালী-৩ গলাচিপা-দশমিনা আসনের জাতীয় সংসদ সদস্য এস.এম শাহজাদা (এমপি)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সন্তোষ কুমার দে, সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা গোলাম মস্তফা টিটো, যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. সাহিন সাহ। আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী মজিবর রহমান, গলাচিপা পৌর মেয়র আহসানুল হক তুহিন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. নিজামউদ্দিন মোল্লা, মহিলা ভাইস চেয়ারম্যান ওয়ানা মার্জিয়া নিতু, বীর মুক্তিযোদ্ধা নিজামউদ্দিন তালুকদার, সাংগঠনিক সম্পাদক তপন বিশ^াস, গলাচিপা প্রেস ক্লাব সভাপতি সমিত কুমার দত্ত মলয়, ডাকুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিশ^জিত রায় প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন গলাচিপা উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম ধলা।

 

আপনার মতামত লিখুন :