করোনা আতঙ্কে সিলেট ফাঁকা, আবাসিক হোটেল থেকে ১২ তরুণ-তরুণী আটক

প্রকাশিত : ২১ মার্চ ২০২০

করোনা আতঙ্কে ফাঁকা হয়ে পড়েছে সিলেট। নগরের ২৭টি ওয়ার্ডের বিভিন্ন এলাকার রাস্তাঘাটে মানুষের উপস্থিতি একেবারেই কমে গেছে। করোনাভাইরাসের আতঙ্কে মানুষ জরুরি প্রয়োজন ছাড়া বের হচ্ছে না। তাই দিনের বেলাও পুরো এলাকা ‘নিরাই’ (ফাঁকা) থাকে। তবে এর মধ্যে সিলেট মহানগরের দক্ষিণ সুরমায় একটি আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে ১২ তরুণ-তরুণীকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে পাঁচজন তরুণী ও সাতজন তরুণ। শনিবার (২১ মার্চ) দুপুরে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, শুক্রবার রাত সোয়া ১২টার দিকে সহকারী পুলিশ কমিশনার মো. ইসমাইলের নেতৃত্বে দক্ষিণ সুরমা থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে কদমতলি এলাকার হোটেল তিতাস থেকে ১২ তরুণ-তরুণীকে আটক করে। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মো. জেদান আল মুসা বলেন, আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে শনিবার তাদের আদালতে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন :