মৌলভীবাজারে তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি‘র র্যালী ও শহীদ মিনারে পুষ্পস্তবক
প্রকাশিত : ১৭ ডিসেম্বর ২০২১
মশাহিদ আহমদ, মৌলভীবাজার : তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি‘ (গ্রাসরুটস) এর উদ্যোগে ৫০তম সুবর্ণ জয়ন্তী ও মহান বিজয় দিবস-২০২১ ইং উপলক্ষ্যে র্যালী ও কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করা হয়েছে। আজ ১৬ ডিসেম্বর সকালে তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি‘ মৌলভীবাজার জেলা শাখার সভাপতি শ্যামলী সুত্রধর এর সভাপতিত্বে র্যালিটি চৌমোহনা থেকে শুরু হয়ে মৌলভীবাজার সরকারী উচ্চ বিদ্যালয় মাঠ কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়। র্যালি শেষে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করেন তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি‘(গ্রাসরুটস) মৌলভীবাজার জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক শেপালী কর, সুয়ারা বেগম, হাছিনা বেগম, তাছলিমা বেগম, কাকলী দেব, শারমিন বেগম, পিয়ারা বেগম ও রুমা বেগম প্রমুখ।