গলাচিপায় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে প্রেস ক্লাবে মোমবাতি প্রজ্জ্বলন
প্রকাশিত : ১৪ ডিসেম্বর ২০২১
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপায় মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে একাত্তরের ১৪ ডিসেম্বরে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করলো গলাচিপা প্রেস ক্লাব। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় গলাচিপা প্রেস ক্লাব কার্যালয়ের সামনে এই মোমবাতি প্রজ্জ্বলন অনুষ্ঠানের আয়োজন করা হয়। মোমবাতি প্রজ্জ্বলন অনুষ্ঠানের আয়োজন করে গলাচিপা প্রেস ক্লাবের সাংবাদিকবৃন্দ। পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসরদের চক্রান্তে নিহত জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করতে মঙ্গলবার সন্ধ্যায় মোমবাতি প্রজ্জ্বলন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শহীদদের সম্মান জানাতে উপস্থিত হয়েছিলেন গলাচিপা প্রেস ক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয়, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান রিচার্ড, সিনিয়র সাংবাদিক বাবুল মিয়া, সাংবাদিক সাইমুর রহমান এলিট, সাংবাদিক জাকির হোসেন, সাংবাদিক সাজ্জাদ আহমেদ মাসুদ, সাংবাদিক রফিকুল ইসলাম রুবেল, সাংবাদিক মুনতাসির মামুন, সাংবাদিক রিয়াদ হোসাইন, সাংবাদিক নাসিরউদ্দিন, সাংবাদিক মাসুদ মিয়া, সাংবাদিক হাসান এলাহি, সাংবাদিক সাকিব হাসান, সাংবাদিক কমল সরকার, সাংবাদিক বিনয় কর্মকার, সাংবাদিক সঞ্জীব সাহা, সাংবাদিক সঞ্জিব দাস ও উপজেলা আওয়ামী লীগের সদস্য জাফর প্যাদা প্রমুখ। এসময় বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকায় এক অভূতপূর্ব দৃশ্য সৃষ্টি হয়। অন্ধকারের মধ্যে প্রজ্জ্বলিত মোমবাতিগুলো যেন শিখা হয়ে জ্বলছিল।